দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
গৌরব, ঐতিহ্য ও সংগ্রামে কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী নিকলী উপজেলা শাখা ছাত্রদলের আহবায়ক হৃদয় হাসানের নেতৃত্বে ।
আজ ২৪ আগষ্ট রবিবার সকাল ১১ ঘটিকায় নিকলী গার্লস স্কুল মোড় সংলগ্ন উপজেলা ছাত্রদলের কার্যালয় হতে গত ২০আগস্ট বাজিতপুর উপজেলা বিএনপি’র দি বাষিক সম্মেলনে ইকবাল —মনির পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদেরকে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল শুরু হয়।
শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ইকবাল ভাই জিন্দাবাদ, ইকবাল ভাই জিন্দাবাদ, শ্লোগানে শ্লোগানে মুখরিত করে নিকলী উপজেলার বিভিন্ন সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার উপজেলা ছাত্রদলের কার্যালয়ে এসে শেষ হয়।
এই আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সিয়াম হাসান অক্ষয়, শাহরুখ, দিনার, হৃদয়, রোমান,সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পরে উপজেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক হৃদয় হাসান। তিনি বলেন গত ২০ শে আগস্ট আমার নেতা শেখ মজিবুর রহমান ইকবাল —মনির পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হওয়ায় আজকে এই আনন্দ মিছিল করে আমরা এই কমিটিকে স্বাগত জানিয়ে বরণ করে নিলাম। ও নিকলী —বাজিতপুর ৫ আসনে আমার নেতা শেখ মজিবুর রহমান ইকবাল ভাই বিগত (২০১৮) সালের মত এবারো সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষের মার্কা নিয়ে মনোনীত হয়ে আসবেন ইনশাআল্লাহ।