শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ২০ বছর বয়সী মোছা: সাথী আক্তার গত আট বছর ধরে শিকলে বন্দী জীবন কাটাচ্ছেন। দুরন্ত শৈশব-কৈশোরের দিনগুলো এখন সীমাবদ্ধ ঘরে শিকলের গন্ডিতে , মানসিক ভারসাম্যহীন অবস্থায়।
ঘটনার শুরু হয় সাথীর সপ্তম শ্রেণিতে পড়ার সময়,একদিন স্কুল থেকে ফিরে জ্বর অনুভব করেন পরে রাতে ঘুমিয়ে পড়লে পরদিন সকালে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন বাবা-মা। এরপর থেকেই তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। স্থানীয় চিকিৎসকের পরামর্শে জানা যায়, সাথী স্ট্রোকের শিকার হয়েছেন। এর ফলে তিনি মানসিক ভারসাম্য হারান। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা করাতে পারলে সাথী আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস— মেয়ের এই অবস্থার শোকে সাথীর বাবা মো: আনোয়ার হাওলাদার অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন সাথীর মা। স্বামী হারানোর যন্ত্রণা আর অসুস্থ মেয়ের চিকিৎসার ব্যয় মেলাতে না পেরে তিনি আজ দিশেহারা।
তবুও মেয়েকে সুস্থ করে তুলতে আশাবাদী সাথীর মা। তিনি সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তার প্রত্যাশা— মানবিক সহায়তার মাধ্যমে হয়তো সাথী আবার একদিন ফিরে পাবে স্বাভাবিক জীবনের হাসি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩