শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
আবু বকর সুজন, কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে কারেন জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে রিয়াজ হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রিয়াজ হোসেন রাজবল্লভ গ্রামের বড় বাড়ির ইউচুপ মিয়া ছেলে। শনিবার রাতে গুনবতী ইউনিয়ন রাজবল্লভপুর গ্রামে উত্তর পাড়া বড় পাতর কৃষি জমিতে এঘটনা ঘটে। তথ্য টি নিশ্চিত করেন ছোট ভাই রুবেল।
স্হানীয় সুত্র জানাযায় রিয়াজ হোসেন শনিবার বিকালে বাড়ির পাশে কৃষি জমিত কারেন জাল দিয়ে মাছ ধরতে যান। রাত আট ঘটিকায় সময় বাড়িতে ফিরে না আসায় পরিবার লোকজন খুজতে থাকে। রাত নয়টা ত্রিশ ঘটিকায় সময় কৃষি জমিতে পড়ে থাকতে দেখে লোকজন উদ্ধার করে গুনবতী বাজারে অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই রুবেল জানান আমার ভাবি রাত নয় ঘটিকায় সময় বলেন তোমার ভাই বিকালে জাল নিয়ে মাছ ধরতে গেছে ফিরে আসেনাই। তখন আমি বাড়ির পাশে গিয়ে দেখি কৃষি জমিতে আমার ভাই ছিৎ হয়ে পড়ে আছে। সেখান থেকে উদ্ধার করে গুনবতী বাজারে অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ডাক্তার মৃত ঘোষণা করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩