মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহযোগী সংগঠন যুব বিভাগ, কালাই উপজেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট (শুক্রবার) সকাল ৬টা ৩০ মিনিটে কালাই উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ খাইরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ শাহিন আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল। তিনি বলেন,যুবকরাই জাতির ভবিষ্যৎ, আদর্শ সমাজ গঠনে এবং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যুবকদের সাহসিক ভূমিকা অতীতেও ছিল, এখনও আছে। নৈতিকতা, আত্মশুদ্ধি ও তাকওয়া ভিত্তিক নেতৃত্বের অভাবেই আজ সমাজে নৈরাজ্য চলছে। আমাদের যুব সমাজকে আদর্শিকভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ন্যায় ও সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নিতে পারে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ।
তিনি বলেন,
"আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে পরিবর্তন আনতে হলে যুবকদেরকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে যুবকদের শক্তিশালী ও সুসংগঠিতভাবে প্রস্তুত হতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ধর্ষণকারীদের কোনো স্থান থাকবে না।"
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, জেলা মজলিসে শুরার সদস্য মাওলানা নুরুজ্জামান সরকার, কালাই উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ফিতা ও আঃ রউফ মন্ডল, জেলা যুব বিভাগের সেক্রেটারি এবং পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আলীম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোজাফফর হোসেন, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, কালাই পৌর জামায়াতের আমীর আব্দুল হান্নান, উদয়পুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলাম ও জামুড়া-বাসুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম প্রমুখ।
বক্তারা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক বাধা ও পরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে এসেছে। কোনো অপশক্তি ইসলামের বিজয়গামিনী এ অগ্রযাত্রাকে থামাতে পারবে না। সময় এসেছে যুবসমাজকে সত্য ও আদর্শের পতাকা হাতে এগিয়ে আসার।
সম্মেলনে উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিসহ সকল ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাঁদের সক্রিয় অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।