আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রকাশ্যে এসেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি। আনুমানিক রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে এক পোস্টে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে নিজের পরিচয় প্রকাশ করেন তিনি।
তিনি তার পোস্টে উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম পেরিয়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশের সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে জুলাই বিপ্লবের ১ বছর পূর্ণ হলেও এখনো প্রাণের ক্যাম্পাস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার প্লাটফর্ম 'ছাত্র সংসদ' গড়ে ওঠেনি; যেখানে শিক্ষার্থীরা গণতন্ত্র চর্চা করতে পারবে, নেতৃত্বের প্রতিভা বিকশিত করতে পারবে, নিজেদের অধিকার আদায় করে নিতে পারবে।
তিনি আরো উল্লেখ করেন, আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দেয়া ৯ দফার ৭ম দফায় ছাত্রসংসদ নির্বাচনের কথা উল্লেখ ছিলো। ইতোমধ্যে আমাদের সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেলেও জাককানইবিতে ছাত্রসংসদ নির্বাচনে প্রশাসনের তেমন কোন অগ্রগতি এখনো পরিলক্ষিত হয়নি। অতিসত্বর ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাই, অন্যথায় শিক্ষার্থীরা নিজেদের গণতান্ত্রিক অধিকার নিজেরাই আদায় করে নিবে ইনশাআল্লাহ।
এ বিষয়ে সাদ কবির গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা প্রকাশ্যেই কার্যক্রম পরিচালনা করছি৷ আমাদের কমিটি বলতে গেলে ওপেন সিক্রেট। তবে, আনুষ্ঠানিকভাবে আমরা এখনো আমাদের কমিটি প্রকাশ করি নাই। খুব শিঘ্রই আমরা আনুষ্ঠানিকভাবে কমিটি প্রকাশ করবো। এমনিতে আমাদের কমিটি ৮ সদস্য বিশিষ্ট।
এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন কোনো পরিবেশ পরিস্থিতি নেই যে কারোর গুপ্ত থাকতে হয়, এখন সবাই স্বাধীন ভাবে নিজের অধিকার চর্চা করতে পারে, তবুও কোন পরিস্থিতির কারণে তারা এই রাজনৈতিক অধিকারটা প্রকাশ্যে চর্চা করতে পারছে না সেটা আমিও জানতে চাই? তাদের হয়তো সাংগঠনিকভাবে কিছু একটা থাকতেই পারে, তবে আমরাও আহ্বান থাকবে তারা যেন প্রকাশ্যে আসে, প্রকাশ্যে রাজনীতি করে।
জানা গেছে, কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আছেন ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ রিমন।