আমির ফয়সাল, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে ক্যাম্পাসের ভেতরে সেনাবাহিনী মোতায়েন চেয়েছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার(২১শে আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম এসব তথ্য জানান।
আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোটের দিন, ভোটের আগের দিন ও পরের দিনসহ মোট তিনদিন ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েন চায় প্রশাসন।
জাকসু নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেনো সেনাবাহিনী দরকার? এই প্রশ্নের জবাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর ড.এ.কে রাশিদুল আলম বলেন" জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জনবসতি রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রায় তেরো টির অধিক গেইট রয়েছে আমাদের বাউন্ডারি এলাকা সুরক্ষিত নয়। আমরা চাই এমন একটি নির্বাচন হবে যেখানে কোনো প্রকার সংকা থাকবেনা। আমাদের শিক্ষার্থীরা যেনো নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কোনো প্রকার পেশিশক্তির প্রয়োগ যেনো নির্বাচনে না হয়। তাই আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী মোতায়ন করাতে অনুরোধ করেছি"
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।