বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাববুনিয়া গ্ৰামে তালাকপ্রাপ্ত স্বামীর আঘাতে স্ত্রী রঞ্জিলা বেগমের(৩৩) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার সময় রঞ্জিলা বেগমের পিতার বাড়িতে এসে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন গোলাম মাওলা দুলাল শেখ (৩৭)।
মাথার গুরুতর জখম হাওয়ায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থা খুব অবনতি হাওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আরো বেশি অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে বলেন। ঢাকা পৌঁছানোর আগে গাড়িতে বসে সকাল ৭ টায় তার মৃত্যু হয়।
হামলার পরে গোলাম মাওলা দুলাল শেখ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার লোকজন তাকে আটক করে, মোংলা থানা পুলিশের কাছে তুলে দেন। রঞ্জিলা বেগম তালাকপ্রাপ্ত স্বামী গোলাম মাওলা দুলাল একই এলাকার মৃত আবু জাফর শেখের ছেলে।
অপরদিকে রঞ্জিলা বেগম ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী শেখের বড় মেয়ে।
এ সময় তার পিতা মোঃ ইদ্রিস আলী বলেন, আমর মেয়ের সাথে দুলালের সংসার জীবনে ঝামেলা হত। তারপর আমার মেয়ে রঞ্জিলা দুলালকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেয়ার কারণে রঞ্জিলাকে সে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। হুমকির ভয়ে রঞ্জিলা মোংলা থানায় একটি সাধারণ ডায়রি করেছিল। এই অভিযোগ করার পরে আরও ক্ষিপ্ত হয়ে। তাকে মেরে ফেলার উদ্দেশ্যে আমরা মেয়ের উপর হামলা করে। আমার মেয়েকে হত্যাকারীর ঘাতকের ফাঁসি চাই।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রঞ্জিলা বেগম নামে এক নারীর মরা দেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে, ঘাতক মোঃ দুলালকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩