বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি এলাকায় বিশেষ অভিযানে ২ কাটুন বিদেশী ORIS ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বুধবার (২০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে মারিশ্যা জোন নিশ্চিত করে জানায়, সুবেদার মো. মোস্তাক আহম্মেদের নেতৃত্বে একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব সিগারেট উদ্ধার করে।
পরে কার্টুনগুলো খুলে দেখা যায়, তাতে মোট ১,৯৪০ প্যাকেট বিদেশী ORIS সিগারেট রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৮৮ হাজার টাকা।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “চোরাচালান প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান চলছে। দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩