বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শিবগঞ্জের পাকুরিয়া মন্দিরে বিএনপির উঠান বৈঠক কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন বিভাগে “সম্পত্তি হস্তান্তর আইন” এর ওপর দিনব‍যাপী সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইইউ’র ৪ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা জাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী নাসির নগরে নগদ টাকা সহ ০৭ জুয়ারি গ্রেফতার কুবিতে র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কার ও শোকজ আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইন উপদেষ্টা বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৫ কূটনীতি ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ম্যাখোঁর সারাদেশের জলাশয় রক্ষায় কাজ করে যাব: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জয়পুরহাট সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা মনপুরায় নৌবাহিনীর অভিযানে বিপুল কারেন্ট জাল জব্দ পাঁচবিবি ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত প্রথম দিনেই সংঘর্ষে আলোচনায় নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাতে শিক্ষার্থীদের বাহিরে ঘোরাফেরা-আড্ড আকস্মিক অভিযানে ইউএনও খুবিতে ৪৭৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সনদপত্র প্রদান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগে “হিন্দু আইন” এর ওপর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত শিবগঞ্জের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা শাকিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

জয়পুরহাট সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট সদর উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এবং ইসলামীক এডুকেশন সোসাইটির আয়োজনে “জাতীয় মেধাবৃত্তি-২০২৫” বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১১টায় জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক স্কুল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট সদর উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি আদর্শ জাতি গঠনের পূর্বশর্ত হলো আদর্শ শিক্ষা ও আদর্শ শিক্ষক। জাতীয় মেধাবৃত্তি-২০২৫ এর মতো সময়োপযোগী একটি কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে পড়ালেখায় আগ্রহ বাড়াবে এবং মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবে। তিনি আরও বলেন, এ ধরনের বৃত্তি কার্যক্রম শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রামের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, মেধাবী ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের জেলা সভাপতি ও মোঃ হাসিবুল আলম লিটন,জয়পুরহাট জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা মোঃ ইমরান হোসেন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তান।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম এবং কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান।

তারা বলেন, “জাতীয় মেধাবৃত্তি-২০২৫” কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞানার্জনে আগ্রহ বৃদ্ধি করবে এবং তাদের নৈতিক ও চারিত্রিক গঠনে কার্যকর ভূমিকা রাখবে। এতে করে একটি আদর্শ ও সুনাগরিক সমাজ গঠনের পথ সুগম হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩