বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এবং ইসলামীক এডুকেশন সোসাইটির আয়োজনে “জাতীয় মেধাবৃত্তি-২০২৫” বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১টায় জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক স্কুল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট সদর উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি আদর্শ জাতি গঠনের পূর্বশর্ত হলো আদর্শ শিক্ষা ও আদর্শ শিক্ষক। জাতীয় মেধাবৃত্তি-২০২৫ এর মতো সময়োপযোগী একটি কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে পড়ালেখায় আগ্রহ বাড়াবে এবং মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবে। তিনি আরও বলেন, এ ধরনের বৃত্তি কার্যক্রম শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রামের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, মেধাবী ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের জেলা সভাপতি ও মোঃ হাসিবুল আলম লিটন,জয়পুরহাট জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা মোঃ ইমরান হোসেন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তান।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম এবং কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান।
তারা বলেন, “জাতীয় মেধাবৃত্তি-২০২৫” কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞানার্জনে আগ্রহ বৃদ্ধি করবে এবং তাদের নৈতিক ও চারিত্রিক গঠনে কার্যকর ভূমিকা রাখবে। এতে করে একটি আদর্শ ও সুনাগরিক সমাজ গঠনের পথ সুগম হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩