আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই দুই নবীন শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকাশ দেবনাথ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রবিবার (১৭ আগস্ট) দুপুরে আকাশ দেবনাথের মানিব্যাগ হারিয়ে যায়। পরে বিকেলে তিনি বিবিএ ফ্যাকাল্টির সিঁড়িতে বসে খেলা দেখছিলেন। এ সময় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অর্কও সেখানে উপস্থিত ছিলেন। এক সিনিয়রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় সামান্য ভুল বোঝাবুঝি হলে অর্ক তাকে বারবার উত্যক্ত করতে থাকেন।
মানিব্যাগ হারানোর কারণে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় থাকা আকাশ একাধিকবার বিরক্ত না করার অনুরোধ জানান। কিন্তু অর্কের উত্যক্ততা চলতে থাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির সময় আকাশ সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সহপাঠীরা দ্রুত তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়।
আহত শিক্ষার্থী আকাশ দেবনাথ বলেন,
“মানিব্যাগ হারানোর কারণে আমি ভীষণ চাপে ছিলাম। কয়েকবার বলার পরও অর্ক বিরক্ত করা বন্ধ করেনি। এর জেরেই আমাদের মধ্যে হাতাহাতি হয় এবং আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পাই।”
তবে অভিযুক্ত শিক্ষার্থী অর্ক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, "ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা খোঁজ নিয়েছি। বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
উল্লেখ্য, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় প্রসঙ্গকে কেন্দ্র করে আকাশ ও অর্কর মধ্যে মৌখিক বিতণ্ডার ঘটনা ঘটেছিল। তবে পরে তা মীমাংসা হয়।