সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
শ্রী রামবাবু চন্দ্র বর্মন, কালাইয় প্রতিনিধিঃ
দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য রযালি বের হয়ে ভূমি অফিসের সামনে পুকুরে পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা জনাবা তৌহিদা মহতামিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেকার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হারুনুর রশিদ, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও সফল মৎস্য উদ্যোক্তা মোঃ রুহুল।
এ সময় সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় মৎস্যচাষি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩