কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে রযালী, মাছের পোনা অবমুক্ত করণ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে উদযাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।
সোমবার সকাল ১১টার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে একটি বনার্ঢ্য রযালি অনুষ্ঠিত হয়।
পরে স্বপ্ন কুঁড়ি হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান।
এর আগে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় ।
শেষে কার্প মিশ্র মাছ চাষী নাগেশ্বরীর রেজাউল করিম ও তেলাপিয়া মাছ চাষী ফুলবাড়ীর সোহরাব হোসেনকে জেলা শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে স্মারক সম্মাননা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং মৎস্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।