কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোস্তাফিজুর রহমান পাভেলকে আহ্বায়ক এবং আইয়ুব ইসলাম শুভকে সদস্য সচিব করা হয়েছে। আর মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন হানিফ মিয়া। আগামী ছয় মাসের জন্য তারা দায়িত্ব পালন করবেন।
রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এম. রশিদ আলী, সদস্য সচিব তারিকুজ্জামান তমাল ও মুখ্য সংগঠক হাফিজুর রহমান (বাবু) এর স্বাক্ষরিত একটি পত্রে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন ১ জন, যুগ্ম-আহ্বায়ক ৬ জন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ১ জন, যুগ্ম-সদস্য সচিব ৮ জন, সিনিয়র মুখ্য সংগঠক ১ জন ও সংগঠক হিসেবে আছেন ১৬ জন।