মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ১২,৫০০ (বার হাজার পাঁচশত) জাল টাকা সহ ৩ জনকে গ্রেফতার করেছে নাসির নগর থানা পুলিশ।
রবিবার দুপুরে নাসিরনগর সদরের গৌর মন্দির মোড় সংলগ্ল হাস মুরগির বাজারের কানু দাসের চা দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া(৪০), মৃত ইউনুছ মিয়ার ছেলে সুমন মিয়া(৩৮) ও একই গ্রামের জসুক মিয়ার ছেলে মোঃ হাবিব(২৫)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে নাসির নগর থানা পুলিশ।