কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা: মো: বয়জার রহমান। শনিবার এ পরিদর্শনে আসেন এ কর্মকর্তা।
এছাড়াও এদিন উপজেলার চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণের উদ্বোধন, এলডিডিপি প্রকল্পের ডোমো শেড পরিদর্শন, খামার পরিদর্শন সহ মিল্ক ভিটার কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, ভুরুঙ্গামারী উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশিকুজ্জামান আশিক, ভেটেরিনারি সার্জন ডাঃ মোছাঃ হোসনে আরা খাতুন সহ দপ্তরের অনান্যরা।