প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১০:২৩ এ.এম
শরীয়তপুরে জেডএইসসিবিপ্রবিতে ছাত্রদলের কমিটি নিয়ে সমালোচনার ঝড়, শিক্ষার্থীদের ৩ দফা দাবি ঘোষণা

সাইফুর রহমান লিওন, শরীয়তপুর প্রতিনিধিঃ
জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয়জুড়ে সমালোচনা ও ক্ষোভের ঝড় উঠেছে।
গত ১৪ আগস্ট এ কমিটি ঘোষণার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক সংগঠন কার্যক্রম চালানোর সাহস দেখায়নি। অথচ এখন হঠাৎ করেই রাজনৈতিক কমিটি ঘোষণা করা অনভিপ্রেত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশের জন্য ক্ষতিকর।
শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় হলো একটি শিক্ষা ও গবেষণার স্থান, এখানে কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া হবে না।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও রাজনৈতিক কমিটি ঘোষণার তীব্র নিন্দা ও সমালোচনা জানানো হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে শিক্ষার্থীরা তিন দফা দাবি ঘোষণা করেছেন—
১. ঘোষিত রাজনৈতিক দলের কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।
২. ভবিষ্যতে কোনো রাজনৈতিক সংগঠন বা কমিটি ঘোষণার প্রচেষ্টা কঠোরভাবে দমন করতে হবে।
৩. নীতিমালা ভঙ্গকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং প্রয়োজনে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
সম্পাদকঃ এম এ জাফর লিটন, প্রকাশকঃ ইয়াসমিন খাতুন, বাণিজ্যিক কার্যালয়ঃ জেলা সুপার মার্কেটের পূর্ব পাশে, মোনালিসা প্লাজার দ্বিতীয় তলা, মনিরামপুর বাজার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।