আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইয়ুথ এন্ডিং হাঙ্গার কর্তৃক আয়োজিত “প্রত্যাশার বাংলাদেশ : তারুণ্যের ভাবনা তারুণ্যের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় ওয়াজেদ মিয়া রিসার্চ সেন্টারের কনফারেন্স কক্ষে অত্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সফলভাবে কর্মশালাটি সম্পন্ন হয়।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সাবেক কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার স্যার। যিনি বর্তমানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানও প্রধান ছিলেন এবং সিটিজেনস ফর গুড গভর্নেন্স (সুজন)-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর উপস্থিতি ও বক্তব্য তরুণ অংশগ্রহণকারীদের জন্য গভীর অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।
এছাড়াও কর্মশালায় দিকনির্দেশনা দিয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক এবং কেন্দ্রীয় শিক্ষক উপদেষ্টা তমালিকা সুলতানা । সেই সাথে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার কাজী ফাতেমা বর্নালী, ইয়ুথ মোবিলাইজেশন ইউনিটের মোস্তাফিজুর রহমান সজল। কর্মশালা পরিচালনা করেন হাঙ্গার প্রজেক্টের প্রজেক্ট কোঅর্ডিনেটর তুহিন আফসারী, জাবির কো-অর্ডিনেটর মো: নাহিদ হাসান ইমন, জাহানারা জবা, ইশরাত জাহান সুকর্ণা ও উম্মে হাবিবা।
দিনব্যাপী এই কর্মশালায় সকাল ১০:৩০-এ জাতীয় সঙ্গীত ও পরিচয় পর্বের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারা । এরপর “জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও বর্তমান বাংলাদেশ” বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণকারীরা পোস্টারের মাধ্যমে জুলাই আন্দোলনের স্লোগান উপস্থাপন করে।
পরবর্তী সেশনে আলোচিত হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবনা
এ সময় অংশগ্রহণকারী তরুণরা নিজেদের মতামত, সুপারিশ ও সংশোধন উপস্থাপন করে এক প্রকার “মক প্রেস কনফারেন্স” পরিচালনা করেন। তাঁদের প্রস্তাবনাসমূহের ওপর অতিথি শিক্ষকমণ্ডলী তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন এবং গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করেন।