মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রাম। গত কয়েকদিন আগেও একটি কাঁঠাল গাছ ছিল রাস্তার পাশে। কিন্তু রাতারাতি এটি অন্তত ৪০ ফিট দূরত্বে পাশের পুকুরের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে।
শনিবার (১৬ আগষ্ট) বিকালে সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রামে এখনো গাছটি পুকুরের মধ্যে দেখা যাচ্ছে। দেখে বুঝার উপায় নেই যে, এটি রাস্তার পাশে ছিল। মনে হয় গাছটির জন্ম হয়েছে এই পুকুরের মধ্যে। এ ঘটনাটি জানাজানি হলে গ্রামে কৌতূহল তৈরি হয় মানুষের মধ্যে।
গ্রাম ছাড়িয়ে এই খবরটি ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়ও। মুহূর্তে মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই রাস্তায় যারাই চলাচল করেন তারাই থমকে দাঁড়ান এটি দেখার জন্য।
সরেজমিন গিয়ে দেখা যায়, কয়েকজন মানুষ কৌতূহলী হয়ে গাছটি এদিক সেদিক তাকিয়ে দেখছেন। সড়কের পাশেই লাগোয়া পুকুর। মধ্যে দাঁড়িয়ে আছে গাছটি। রাস্তা দিয়ে চলাচলের সময় কেউ গাড়ি থামিয়ে এটি দেখে বুঝার চেষ্টা করছেন। স্বাভাবিক ও অস্বাভাবিক এটি নিয়ে দুইটি পক্ষ তৈরি হয়েছে। কেউ এটিকে প্রকৃতির খেয়ালিপনা আবার কেউ এটিকে অলৌকিক বলেও ধারণা করছেন। প্রতিদিন এটিকে দেখার জন্য আসছ মানুষ। এলাকাবাসী জানান, এর আগে এমনটি তারা কখনো দেখেননি।
মাইজারচর গ্রামের আবুল কাশেম, কবির, শফিকুল বলেন, আমরা এর আগে কখনো এমনটি দেখিনি। এটি দেখার পরে এবং গাছটি যেভাবে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে অলৌকিক কিছু।
একই এলাকার বাসিন্দা আক্কাস, রুবেল, সবুজ মিয়া বলেন, আসলে এটি অলৌকিক মনে করছি না আমরা। ঘটনার আগের রাতেও আমরা বিকালে এটি রাস্তার পাশে দেখেছি। রাতে প্রবল বৃষ্টিতে নিচের মাটি সরে গিয়ে হয়তো এতটা দূর চলে গেছে। মাটির ভারে এবং পুকুর গভীর থাকায় এমনি হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা।