কুড়িগ্রাম প্রতিনিধিঃ
১৭ আগস্ট কুড়িগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, জেলা সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাঈদা পারভীন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দীন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, কুড়িগ্রাম সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম সহ অনান্য সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভায় জেলার বিভিন্নধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সমস্যা, সম্ভাবনা, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এটি জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং সমস্যা সমাধানে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।