রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় লুটেরা চক্রের ৫ জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৬ আগষ্ট) ভোররাত থেকে সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককরা হলেন, উপজেলার মৃত সিকন্দর আলীর ছেলে কালাইরাগ গ্রামের মোহাম্মদ কামাল মিয়া @ পিচ্চি কামাল (৪৫), একই গ্রামের কামাল মিয়ার ছেলে মোঃ আবু সাঈদ (২১) নাজিরের গাঁও গ্রামের মৃত মনফর আলীর ছেলে মোঃ আবুল কালাম (৩২) তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে ক্রাশ করা সাদাপাথর ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় চেকপোস্টে লাছুখাল গ্রামের শহিদ মিয়ার ছেলে ইমান আলী (২৮) ও একই ঠিকানার জাহাঙ্গীর আলম( ৩৫) কে ডাম্প ট্রাক ভর্তি সাদাপাথর-সহ আটক করা হয়।
সকলকে খনিজ সম্পদ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হচ্ছ বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩