রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দুমকিতে পায়রা নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন ভোলাগঞ্জে সাদাপাথর লুটের মামলায় ৫ জন আটক নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতি আইবিডব্লিউএফ জয়পুরহাটে নতুন সদস্যদের নিয়ে সফল সমাবেশ অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শিবগঞ্জের সৈয়দপুরে ছাত্রদলের নবগঠিত কমিটি গঠন সভা অনুষ্ঠিত নাসির নগরে নিয়ন্ত্রণহীন সবজির বাজার, ভোগান্তিতে ক্রেতাগণ মাভাবিপ্রবিতে মুসলিম নারী শিক্ষার্থীদের জন্য আল-আসলামিয়া পর্দা কর্ণার মোরেলগঞ্জে জামায়াতের নির্বাচনী সভা গাইবান্ধার বাদিয়াখালীতে ‎বিধবা নারীসহ বিএনপি নেতা আফসার আটক কটিয়াদীতে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভা খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নাসির নগর বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল কুয়াকাটায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ বালুর পরিবর্তে মাটি দিয়ে চলছে রাস্তার কাজ কটিয়াদীতে জন্মাষ্টমী উৎসবে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা বিএনপি নেতার ছেলে অনিক নিহত খালেদা জিয়ার জন্মদিনে শিবগঞ্জ বিএনপির উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙন রোধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন জহির রায়হান চলচ্চিত্র সংসদের নতুন নেতৃত্ব,সভাপতি স্রোত, সাধারণ সম্পাদক আফজাল কোটা পুনর্বহালের ষড়যন্ত্র নয়, ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতের দাবিতে কুয়েটে মানববন্ধন ও বিক্ষোভ কটিয়াদীতে বস্তায় আদা চাষে তুহিনের বাজিমাত

আইবিডব্লিউএফ জয়পুরহাটে নতুন সদস্যদের নিয়ে সফল সমাবেশ অনুষ্ঠিত

আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) জেলা শাখার উদ্যোগে নতুন সদস্যদের নিয়ে “সদস্য সমাবেশ ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে শহরের স্বপ্নহায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ী, শিল্পপতি, উদ্যোক্তা ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রোগ্রামটি মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ হাসিবুল আলম লিটন এবং সঞ্চালনা করেন প্রকৌশলী গোলাম মর্তুজা।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম তিনি বলেন, “দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ীরা দিনরাত পরিশ্রম করছেন। তাদের স্বার্থ রক্ষা ও উন্নয়নের জন্য আমাদের সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন সদস্যদের অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
আইবিডব্লিউএফ-এর জয়পুরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন,ব্যবসায়ীদের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবসায়বান্ধব পরিবেশ তৈরিতে আমাদের কাজ করতে হবে।

জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী রাশেদুল ইসলাম সবুজ বলেন,“এই সংগঠন শুধু ব্যবসায়ীদের কল্যাণ নয়, বরং সমাজ উন্নয়নেও অবদান রাখছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সবক্ষেত্রে আইবিডব্লিউএফ-এর অবদান বাড়াতে হবে।

কেন্দ্রীয় সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “ব্যবসায়ী সমাজের ঐক্যই আমাদের শক্তি। আমরা এক থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।”

এছাড়াও বক্তব্য দেন, কেন্দ্রীয় সদস্য সেলিম রেজা, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সহকারী সেক্রেটারি প্রকৌশলী আব্দুল বাতেন, পল্লী ফিড এন্ড চিকস-এর ম্যানেজিং ডিরেক্টর মনিরুজ্জামান জাহাঙ্গীর, পূরবী এগ্রো লিমিটেড-এর স্বত্ত্বাধিকারী ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল হাসান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জয়পুরহাট শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা ব্যবস্থাপক মৌসুদুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব, আজিজুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কল্যাণ, সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে হলে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করতে হবে। নতুন সদস্যদের প্রতি তারা আহ্বান জানান, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যবসায়ী সমাজের দাবি-দাওয়া তুলে ধরার আহবান জানান।

অনুষ্ঠানে সংগঠনের চলমান কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ উপস্থাপন করা হয়। সমাবেশে উপস্থিত সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩