রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত ৯টি ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (১৬ আগস্ট) শনিবার বিকেলে সৈয়দপুর ইউনিয়নের হাবিবপুর স্কুল এন্ড কলেজের হলরুমে ইউনিয়ন ছাত্রদলের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম আযম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন।
এই সময় বক্তব্য রাখেন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারা, ইউনিয়ন যুবদলের সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল।এছাড়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদ শাহরিয়ার, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, সাংগঠনিক সম্পাদক মিলু, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক শাকিব, সহ-সভাপতি নাসির, সরকারি নাজিরা আক্তার কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলিফ হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এইসময় প্রধান অতিথির বক্তব্য উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন বলেন, শিবগঞ্জ উপজেলার সকল পর্যায়ে ছাত্রদলের নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ রয়েছে। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেয়।আমরা সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
সভায় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করার আহ্বান জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩