রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
নাসির নগর প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের স্থানীয় দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।
এসময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পিযুষ আচর্য্য, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বার, সদস্য মিন্টু মিয়া ও মোহাম্মদ ছোট্ট মিয়া, সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল মিয়া, নাসির নগর সদর ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক ও ০৮ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল, সদস্য এম এ মঈন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক তাকিউল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য কেএম নাসির, তরুণ দলের সদস্য সচিব নিজাম আলম, শ্রমিক নেতা অলিউর রহমান ও মাছুম মিয়া, যুবনেতা ফাইজুল ইসলাম, আলাউদ্দিন, জসিম মিয়া, হোসাইন আহমেদ এবং সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আহমেদ।
এছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩