মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় সৈকত সংলগ্ন পশ্চিম বেড়িবাঁধ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
নকশা অনুযায়ী সড়কের সাব-বেইজ নির্মাণে বালু ব্যবহারের কথা থাকলেও সেখানে মাটি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায় কুয়াকাটা থেকে লেবুর বন পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার উন্নয়নকাজ চলমান। উন্নয়নকাজ চলমান সড়কের একটি অংশের সাব-বেইজ অংশে বালুর পরিবর্তে মাটি ফেলা হচ্ছে। এছাড়া বেইস কোর্সে ব্যবহৃত ইটও নিম্নমানের। স্থানীয়দের অভিযোগ, এসব নিম্নমানের কাজের কারণে সড়কের স্থায়িত্ব কমে যাবে এবং বর্ষা মৌসুমে দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কলাপাড়া উপজেলার প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, “বালুর জায়গায় কাদা-মাটি ব্যবহার করা হচ্ছে—এ বিষয়টি আমার অবগত নেই। তবে বিষয়টি এখনই খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”