মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে পুরাতন বাজারের শ্রী শ্রী লক্ষি নারায়ন জিউর মন্দির প্রাঙ্গণ থেকে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত র্যালিটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
উপজেলা শ্রী শ্রী লক্ষি নারায়ন জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আকিল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সহ সভাপতি ডা. জহুর লাল সাহা, বিশিষ্ঠ শিল্পপতি স্বপন কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দিলীপ কুমার সাহা, সাধারন সম্পাদক বিপ্লব চন্দ্র রায় নিমাইসহ আরো অনেকে।
অবস্বরপ্রাপ্ত শিক্ষক বাবু মধুসুদন সাহার সঞ্চালনায় উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি ইলিয়াস আলী, সাধারন সম্পাদক জিল্লুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, সনাতন ধর্মের শতশত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।