আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম চলচ্চিত্র সংগঠন জহির রায়হান চলচ্চিত্র সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ই আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের বটতলায় জুলাই অভ্যুত্থানের স্মৃতি নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর আয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ঘোষণায় জানানো হয়, নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নূর এ তামীম স্রোতকে সভাপতি এবং নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠিত হয়েছে।
নেতৃত্বের ধারাবাহিকতায় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিম নওশীন বাশার ও সরদার ইসফার সাদী। কমিটির নির্বাহী দলে আরও রয়েছেন সহ-সাধারণ সম্পাদক অদ্রি অঙ্কুর, সাংগঠনিক সম্পাদক সানজিদা আফরিন, কোষাধ্যক্ষ আপন দত্ত, দপ্তর সম্পাদক জুনায়েদ জাহিন এবং প্রচার সম্পাদক মাসুম শিকদার অভি। একই সঙ্গে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জোহান আরাজ খান; কর্মশালা বিষয়ক সম্পাদক অদ্রিজা দাস; পাঠচক্র বিষয়ক সম্পাদক নুশরিকা অদ্রি; প্রকাশনা সম্পাদক লামিশা জামান; চলচ্চিত্র সংগ্রাহক মারজান রাইসা এবং চলচ্চিত্র প্রদর্শনী বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোরশেদ আকিব।
কমিটির কার্যক্রমকে গতিশীল রাখতে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মৌটুসি জুবাইদা রহমান, শরণ এহসান, স্যাফায়ার স্বচ্ছ, জুবায়ের আহমেদ, জারিন তাসনিম প্রমি এবং সাদিয়া আফরিন আদ্রা।
উক্ত নতুন কমিটির অনুমোদনক্রমে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন জহির রায়হান চলচ্চিত্র সংসদের সভাপতি মৌটুসি জুবাইদা রহমান।