কুয়েট প্রতিনিধিঃ
১৬ আগস্ট, ২০২৫ (শনিবার): খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে অবস্থিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এখন থেকে কুয়েট আইআইসিটি (KUET-IICT) কর্তৃক পরিচালিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের ৯৪তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রকাশ করা হয়।
এই সিদ্ধান্তের অংশ হিসেবে আগামীকাল রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে কুয়েট এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি। সভাপতিত্ব করবেন কুয়েটের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক একেএম আমিরুল ইসলাম এনডিসি এবং কুয়েট-আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ও আইসিটি সেলের চেয়ারম্যান এবং অন্যান্য দপ্তর প্রধানগণ উপস্থিত থাকবেন।
এই চুক্তির মাধ্যমে কুয়েট ক্যাম্পাসে অবস্থিত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি আরও কার্যকর ও প্রযুক্তিগতভাবে অগ্রসর হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।