রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সাত দফা দাবিতে কুড়িগ্রামে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের জন্য উপাসনালয় উদ্বোধন শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি: নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরার উৎসবে শিকারিদের হতাশা উৎসবমুখর পরিবেশে কুয়েট ক্লাব-২০২৫ ফেয়ার সম্পন্ন কুবিতে বিএসএসসিআর’র সম্মেলন: ৫ দেশের ১৭০ গবেষকের অংশগ্রহণ জাবির শহীদ সালাম বরকত হলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ৯ বছর পর জমির দখলে প্রকৃত মালিক সীমান্তে ভারত থেকে ১১ অনুপ্রবেশকারী আটক কুবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ খুবিতে ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ইনভেনটাম ৪.০” বাঘাইছড়ি ইউনিটের পক্ষ থেকে শফিউল আজমকে সংবর্ধনা প্রদান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল কুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার চৌদ্দগ্রামে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে চকলেট বাজি নিক্ষেপ করে রংমিস্ত্রীর কে হত্যা, দুই নারী আটক শিবগঞ্জে “আরিফ হোসেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় নবজাতকের মৃত্যু

 সাইফুর রহমান লিওন, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় ঢাকায় নেয়ার পথে প্রায় ৪০ মিনিট আটকে থেকে এক নবজাতকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে শরীয়তপুর সদরের নিউ মেট্রো ক্লিনিকের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগম প্রসব বেদনায় বৃহস্পতিবার দুপুরে নিউ মেট্রো ক্লিনিকে ভর্তি হন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। জন্মের পর থেকেই নবজাতক শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল। চিকিৎসক জরুরি ভিত্তিতে শিশুটিকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন।

শিশুটির পরিবার দ্রুত একটি ঢাকাগামী অ্যাম্বুলেন্স পাঁচ হাজার টাকায় ভাড়া করে রওনা হয়। কিন্তু ক্লিনিকের সামনেই স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান গাড়ির গতিরোধ করেন। অভিযোগ রয়েছে, তারা নিজেদের সিন্ডিকেটভুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো অ্যাম্বুলেন্সকে ঢাকায় যেতে দেন না। এ সময় ঢাকাগামী অ্যাম্বুলেন্স চালক মোশারফ মিয়ার কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। রোগীর স্বজনদেরও মারধর করা হয়।

এ অবস্থায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে পড়ে এবং প্রায় ৪০ মিনিট অ্যাম্বুলেন্সে আটকে থাকার পর নবজাতকটি মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই চালকের বিরুদ্ধে ঢাকার অ্যাম্বুলেন্স চালকদের কাছ থেকেও চাঁদা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার পর তারা পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শরীয়তপুরে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা বাইরের গাড়িকে রোগী বহনে বাধা দেয়, জোরপূর্বক নিজেদের গাড়িতে রোগী তুলতে বাধ্য করে এবং দ্বিগুণ ভাড়া আদায় করে থাকে। এ ধরনের বর্বরতা বন্ধ না হলে আরও প্রাণহানির আশঙ্কা করছেন তারা।

নিহত শিশুর নানী সেফালী বেগম বলেন, “আমার নাতি ঢাকায় নিতে পারলে বাঁচত। ওরা আমার নাতিকে বাঁচতে দেয়নি। অনেক অনুরোধ করেছিলাম গাড়ি ছেড়ে দিতে, কিন্তু তারা শোনেনি। সিন্ডিকেটের জন্যই আমার নাতি মারা গেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”

এ বিষয়ে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩