শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
আরিফুল ইসলাম,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এসএমএ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলিমুদ্দিনের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগষ্ট বৃহস্পতিবার বাদ জোহর মাদ্রাসার হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিনটি বিশ্ববরেণ্য আলেমে দ্বীন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যু বার্ষিকী হওয়ায় দোয়া মাহফিলে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
এসময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনারুল ইসলাম, সভাপতি উজ্জ্বল হোসেন, মোকামতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ছামসুল আলম, দুদক কর্মকর্তা বেনজির আহমেদসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩