শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবনের হারবারিয়া থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস এবং ১৮ কেজি অবৈধ কাঁকড়াসহ ৮ জন আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
বৃহস্পতিবার ( ১৪ ) আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টায় সুন্দরবনের হারবারিয়ার দিঘির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড পশ্চিম জোন।
এ অভিযানে উক্ত এলাকা থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস , ১টি হরিণের মাথা, ৪টি হরিণের পা, ১টি হরিণ ধরার ফাঁদ জাল, ১৮ কেজি অবৈধ কাঁকড়া, ৫ লিটার বিষ এবং ২টি নৌকা উদ্ধার করা হয়। এ সময় এর সাথে জড়িত ৮ জনকে আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস, কাঁকড়া বিষ, ফাঁদ জাল, নৌকা এবং অন্যান্য আলামত সহ আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় কোচ গার্ড মিডিয়া কর্মকর্তা রাফিদ-আস-সামি বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রক্ষার লক্ষ্যে কোচগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩