শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেই অচল হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্ক সেবা।
দীর্ঘ সময় কারেন্ট না থাকায় উপজেলার সহ বিভিন্ন এলাকায় মোবাইল ফোনে কল করা, ইন্টারনেট ব্যবহারসহ যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ চলে গেলে মোবাইল টাওয়ারগুলো বিকল্প বিদ্যুৎ সংযোগের অভাবে কার্যক্রম চালাতে পারে না। ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থী ও জরুরি যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটে। বিশেষ করে দূরবর্তী পাহাড়ি এলাকাগুলোতে এই সমস্যা আরও প্রকট।
ব্যবসায়ীয়া বলেন, “বিদ্যুৎ না থাকলে মোবাইলের নেটওয়ার্কই থাকে না। অনলাইন লেনদেন ও যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায়।”
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত মোবাইল টাওয়ারে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরি পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, এ সমস্যা সমাধান না হলে বাঘাইছড়ির যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটাল ব্যাবস্থা বাধাগ্রস্ত হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩