কুড়িগ্রাম প্রতিনিধি:
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে শুভেচ্ছা জানিয়েছেন কুড়িগ্রাম জেলা এবি পার্টির নেতৃবৃন্দ।
আজ শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর এয়ারপোর্টে আসার পর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ফুলেল শুভেচ্ছা জানান কুড়িগ্রাম জেলা এবি পার্টির আহবায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা এবি পার্টির সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক পনির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন সহ জেলা নেতৃবৃন্দ।
কুড়িগ্রাম জেলা এবি পার্টির আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এর রংপুর বিভাগে পদার্পণে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।