বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
আমন মৌসুমে ন্যায্যমুল্যে কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিতে অফিস সময়ে ডিলারদের সাথে অবস্থান করছেন চৌদ্দগ্রাম উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। ডিলারের দোকানে প্রদর্শন করতে হবে সারের বিক্রয় মূল্য তালিকা। বেশি দামে সার বিক্রি ও নির্দেশের ব্যত্যয় ঘটলে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।
বুধবার (১৩ আগষ্ট )সকালে সার, বীজ মনিটরিং কমিটির সভায় এসব তথ্য জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ যোবায়ের হোসেন।
উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা লতিফুর রহমান, চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সৈয়দ ছানাউল্লাহ, বাতিসা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, মুন্সীরহাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন সহ উপজেলার সকল সার ডিলার, বিএডিসি ও উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩