বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো এই স্লোগানে ঐক্যবদ্ধভাবে মাদকবিরোধী সমাবেশ করেছে গ্রামবাসী।
মঙ্গলবার রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর মধ্যম পাড়ায় যুব সমাজের এই আয়োজনে গ্রামের সর্বস্তরের নারী পুরুষ অংশগ্রহন করে। সভায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, গ্রামের যারা এখনো মাদকের সাথে সম্পৃক্ত আছেন আগামী দিন থেকে এই জীবন ও সমাজ ধ্বংসকারী পথ থেকে বেরিয়ে আসুন। না হয় আপনাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্দ।
মাস্টার এরশাদ উল্লাহ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নূর হোসেন মিয়াজি, জহিরুল ইসলাম কন্ট্রাক্টর, বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, ইউপি সদস্য আবদুল মান্নান, খলিলুর রহমান বিএসএসি, আহসান উল্যাহ মজুমদার, মোশাররফ হোসেন মিয়াজি, রাসেল মজুমদার, ডাঃ খালেদ হোসেন, রায়হান মজুমদার প্রমুখ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩