বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আজ সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুইডেন সরকারের আর্থিক সহায়তায় ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সিআরইএ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) অনিমেষ বিশ্বাস। বেসরকারী উন্নয়ন সংস্থা এনএসএস এ ডায়ালগের আয়োজন করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উপ পরিচালক রথিনদ্রনাথ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার এ এনএম সাইফুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসীন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশনাল কর্মকর্তা মো. হেমায়েত উদ্দীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ।
এতে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন এনএসএস’র ডিরেক্টর প্রোগ্রাম মোঃশহিদুল ইসলাম,জিকা কমিটির সভাপতি ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক জাকির হোসেন, সিআরইএ প্রকল্প সমন্বয়কারী নারগীস পারভিন মুক্তি, গ্রুপ সদস্য লিজা খাতুন, তুলশি রাণী, আব্দুর রহমান ও মরজিনা আকতার।
ডায়লগে অংশগ্রহণকারীরা ভেরীবাধ নির্মান,স্লুইস গেট মেরামত, সুপেয় পানির ব্যবস্থা, সাইক্লোন সেল্টার মেরামত ও রক্ষণাবেক্ষণসহ সরকারী সেবায় প্রবেশাধিকারের দাবী উপস্থাপন করেন । প্রধান অতিথি ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
ডায়লগে সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জিকা কমিটির সদস্যবৃন্দ, গ্রুপ সদস্য ও কিশোরী দলের সদস্যসহ ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩