বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
জয় চন্দ্র শীল, বরিশাল:
বরিশাল নগরীর ভাটিখানা এলাকার পান্থ সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে ওয়ার্ড নং ৭ এর জাহাঙ্গীর ভূঁইয়ার বাড়ির একটি টিনের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বাড়িটি তিন শতক জমির ওপর নির্মিত ছিল এবং মালিক মোহাম্মদ জসিম মিয়া সেখানে বসবাস করতেন।
বাড়ির মালিক জানান, রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরের সবকিছু পুড়ে যায়।
এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ঘরটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩