সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট শহর শাখার উদ্যোগে আজ সোমবার জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান এর সভাপতিত্বে ও শহর সেক্রেটারী মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় এতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় পর্যায়ের নেতা অধ্যাপক আব্দুর রহিম। তিনি বলেন,দেশে সুশাসন ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতই পারে জনগণের আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ সদস্য পদে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন,জনগণের ভালবাসা ও আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, এই আসনে জনগণের রায় নিয়ে বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব।
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি এবং জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ার হোসাইন,শহর জামায়াতের সহকারী সেক্রেটারী ইন্জিনিয়ার গোলাম মর্তুজা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে ইসলামপন্থী শক্তিকে বিজয়ী করতে হবে। তারা আরও বলেন, জামায়াত কখনও ক্ষমতার জন্য নয়, বরং আদর্শ ও জনকল্যাণের রাজনীতি করে। দেশের চলমান সংকট সমাধানে ইসলামী রাজনীতির বিকল্প নেই।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এ ধরনের সভা চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩