সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামে টেকসই বেড়িবাঁধের দাবীতে ভেলায় ভেসে সংবাদ সম্মেলন কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা জয়পুরহাটে জনদুর্ভোগ লাঘবে জামায়াতের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন দুমকিতে সাবেক ছাত্রলীগ সভাপতি শফিক খান গ্রেফতার সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত আমতলীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে ৫৫ হাজার শিশু পাবে বিনা মূল্যে টিকা সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারিগর সোহেল মাদকসহ গ্রেফতার সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পত্নীতলায় মানববন্ধন চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা সড়কের জায়গা লিজ দেয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বৃষ্টির মধ্যেও জনতার ঢল মরহুমা নার্গিস বেগমের জানাযা অনুষ্ঠিত শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী ডিভিশনাল কমিউনিটির নতুন কমিটি গঠন বিএনপি নেতার আবেদনের প্রেক্ষিতে মোকামতলা পৌরসভা গঠনের পরিকল্পনা উঠতি মধ্যবিত্ত তরুণরা সব সময় স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন: ফারুক ওয়াসিফ মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সাবেক এমপির ছেলে আটক শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৭ আগষ্ট

আমতলীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে ৫৫ হাজার শিশু পাবে বিনা মূল্যে টিকা

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলীতে ৫৫ হাজার শিশু টাইফয়েড জ্বর প্রতিরোধে বিনামূল্যে টিকা পাবে । এ বিষয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কার্যালয়ে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়। আগামী ১ সেপ্টমবর থেকে এ টিকা কার্যক্রম প্রদান শুরু হবে।

টিকা প্রদান কার্যক্রম সফল করার জন্য রবিবার সকাল ১০টায় আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মতা ডা. চিন্ময় হাওলাদারের সভাপতিত্বে তার কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.ইলয়াস খান রানা, ডা, মো. রোকনুজ্জামান রাশেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, আমতলী থানার পুলিশ পরিদর্শক মো. রফিক, সাংবাদিক মো. জাকির হোসেন, আমতলী একেহাই সংলগ্ন সরকারী প্রাথিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, হেলথ উন্সেপেক্টর লাভলী ইয়াসমিন ও এনএসএস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মামুন প্রমুখ।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মতা ডা. চিন্ময় হাওলাদার জানান, আগামী ১ সেপ্টম্বর ৩৭৯টি কেন্দ্রে মাধ্যমে উপজেলার ৫৫ হাজার শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা প্রদান করা হবে। এই টিকার আওতায় প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, এতিম খানা, কিন্ডার গার্টেন, কওমি মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এ টিকা পাবে।

গ্রামের ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকেও এ টিকার আওতায় আনা হবে। টিকা পাওয়ার জন্য সরকারী নির্দিষ্ট ওয়েব সাইডে গিয়ে শিশুর নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর টিকা কার্ড সংগ্রহ করে নির্দিষ্ট টিকা কেন্দ্রে গেলেই পাওয়া পাওয়া যাবে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা।

নিবন্ধন করার এ্যাপস হচ্ছে ভেক্স ইপিআই । সকল শিশুকে এই ঠিকানায় প্রবেশ করে নিবন্ধনের জন্য অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩