কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্প কর্তৃক বাস্তবায়িত কর্মকাণ্ডের উপর সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সাধন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে লজিক এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ দপ্তর কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স কো অর্ডিনেটর খোকন কুমার কুন্ডু সহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ মুছা।
কর্মশালায় লজিক প্রকল্প শেষে লজিকের সদস্যরা কিভাবে দীর্ঘ মেয়াদী সেবা পেতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট গুলোর কাছ থেকে সহযোগিতা কামনা করা হয়।