আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে।
১০ আগস্ট (রবিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৭ আগস্ট নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন আয়োজন করা হবে এবং একই দিনে একাডেমিক কার্যক্রম শুরু হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধানকে নিজ নিজ বিভাগের ওরিয়েন্টেশন ও ক্লাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান বলেন, অনুষ্ঠানে কারা অতিথি থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা আলোচনায় আছে। দুই-এক দিনের মধ্যে অতিথিদের তালিকা জানানো হবে।
তিনি আরও জানান, মোট কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছেন সেটির তথ্য এখনো সম্পূর্ণভাবে এন্ট্রি করা হয়নি। আগামীকাল মোট সংখ্যা এবং বিভাগভিত্তিক ভর্তি তথ্য জানা যাবে। তবে ইতিমধ্যে ১,১০০-এর বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
উল্লেখ্য,২০২৪-২৫ শিক্ষাবর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে ২৫টি বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩ থেকে ৭ আগস্ট সাধারণ ও কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।