কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও প্রতিযোগি মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ফুল শিক্ষা বৃত্তি ২০২৪ সনদপত্র ও অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল এগারোটার দিকে ফাইট আনটিল লাইট (ফুল) এর আয়োজনে জেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে এ সনদপত্র ও অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের।
প্রোগ্রাম অফিসার আহমেদ শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান (সহকারী পরিচালক) রিমা আক্তার।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোলেনুর বেগম, পুলিশ লাইন্স স্কুল এর প্রধান শিক্ষক শামসুল আলম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, মাহফুজার রহমান খন্দকার সহ অনান্য স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে ২৬ জন স্কুল শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি সনদপত্র ও অর্থ প্রদান করা হয়।