সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে কুড়িগ্রামে শুরু হয়েছে ৭দিন ব্যাপী জেলা বৃক্ষ মেলা।
রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আউটার স্টোডিয়ামে এ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহফুজুর রহমান, উপ বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ রংপুর এর মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা।
অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম (ভারপ্রাপ্ত) বন কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান সহ বন বিভাগের অনান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মেলায় ২৮টি স্টল স্থাপন করা হয়েছে। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে এই মেলা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩