সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বৃষ্টির মধ্যেও জনতার ঢল মরহুমা নার্গিস বেগমের জানাযা অনুষ্ঠিত শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী ডিভিশনাল কমিউনিটির নতুন কমিটি গঠন বিএনপি নেতার আবেদনের প্রেক্ষিতে মোকামতলা পৌরসভা গঠনের পরিকল্পনা উঠতি মধ্যবিত্ত তরুণরা সব সময় স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন: ফারুক ওয়াসিফ মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সাবেক এমপির ছেলে আটক শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৭ আগষ্ট কুড়িগ্রামে “ফুল” এর শিক্ষা বৃত্তি সনদপত্র ও অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পেলেন ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলোশিপ কুড়িগ্রামে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা প্রস্তুতি থাকলেও অনুমতি মেলেনি রাষ্ট্রপতির; অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন পিএসসির সিদ্ধান্তের বিরুদ্ধে “সরকার ও রাজনীতি” বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝালকাঠি উত্তাল: মানববন্ধন-বিক্ষোভে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি নাসির নগরে নৌকায় ঘুমানোয় নিয়ে কথা-কাটাকাটি জেরে এক জেলের বৈঠার আঘাতে আরেক জেলের মৃত্যু, মাওলানা সাইদুর রহমান জয়পুরহাট শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হিসেবে মনোনীত তুহিন হত্যা ও সারা দেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন কাঠালিয়া প্রেস ক্লাব

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝালকাঠি উত্তাল: মানববন্ধন-বিক্ষোভে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি শাখার প্রধান উপদেষ্টা ও দৈনিক দুরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, জাতীয় পার্টির জেলা সভাপতি আনোয়ার হোসেন আনু, এনসিপি জেলা সভাপতি মাইলুল ইসলাম মান্না, জেএসডি জেলা সাধারণ সম্পাদক সমিরন হালদার, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক লাভলী আক্তারসহ আরও অনেকে।

অপরদিকে কাঁঠালিয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংস হত্যার বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শহীদুল আলম, সাংবাদিক খাইরুল আমিন, রনি সিকদার, মো. ফয়সাল আহম্মেদ মিঠু, কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ আরও অনেকে। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে দেশে বহু সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিচার হয়নি। দৃষ্টান্তমূলক শাস্তি হলে আজ তুহিনকে প্রাণ দিতে হতো না। দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে একজন সাংবাদিককে গলা কেটে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। এসব ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। সাগর-রুনি হত্যাকাণ্ডসহ দেশে যত সাংবাদিক হত্যাকাণ্ড ঘটেছে তার সুষ্ঠু বিচার হয়নি। সব সাংবাদিক হত্যার দ্রুত নিষ্পত্তির দাবি জানান।

একই সঙ্গে তুহিন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা এবং হত্যাকারীদের মদতদাতাদেরও গ্রেপ্তারের দাবি তোলেন। তারা সতর্ক করে বলেন, চুপ থাকলে আরও তুহিনদের রক্ত ঝরবে।

বিক্ষোভ সমাবেশ শেষে কলেজ রোডস্থ সংগঠনের কার্যালয়ে নিহত তুহিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সংস্থার সহ-সভাপতি ও আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. রুবেল খান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের বড় ভাই বাসন থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩