রাতুজ্জামান, কাঠালিয়া প্রতিনিধিঃ
কাঁঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার পাশাপাশি একই দিনে সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলা এবং সারা দেশে সাংবাদিকদের ওপর নিয়মিত হামলা-মামলা ও নিপীড়নের প্রতিবাদে কাঠালিয়া প্রেস ক্লাব পক্ষ থেকে মানববন্ধন করছেন সাংবাদিক সমাজ।
রবিবার (১০ আগস্ট) সকাল কাঠালিয়া প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এটি কি নতুন বাংলাদেশে পরিণত হবে? যেখানে সাংবাদিকরা সবচেয়ে বেশি হামলা, মামলা ও নিপীড়নের শিকার হচ্ছেন? গণঅভ্যুত্থানের পরবর্তীতে কেন সাংবাদিকরা টার্গেট হচ্ছেন?
তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার মতো বর্বরোচিত ঘটনার দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কার্যকর করতে হবে। একইসঙ্গে সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলাকারীদেরও আইনের আওতায় আনা প্রয়োজন। দোষীরা এখনো ধরা পড়েনি কেন, তা জানতে চাওয়া হয়।
বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা নানা রকম হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। সত্য ও ন্যায়ের পথে কলম ধরলেই হামলা, মামলা ও নির্যাতন যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা চলতে থাকলে স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বই বিপন্ন হবে। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
এই মানববন্ধনে কাঠালিয়া প্রেস ক্লাব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেস প্রেসক্লাবের সভাপতি বাদল হাওলাদার দৈনিক যায় যায় দিন, কাঠালিয়া প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব তালুকদার দৈনিক সরেজমিন, আবুল কালাম আজাদ দৈনিক ডেসটিনি, এম এ আজিজ দৈনিক দৈনিক নয়া দিগন্ত, সফিকুল ইসলাম শাওন দৈনিক প্রতিদিন খবর, রাহাতুজ্জামান দৈনিক যুগ যুগান্তর, কালাম দৈনিক রুপবানী , রাজিব খান দৈনিক যায় যায় বেলা, ফাতিমা আক্তার মিম দৈনিক সত্য প্রকাশ, সাইফুল ইসলাম, দৈনিক কালের সকাল, সহ সুশীল সমাজ মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।