আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে বাড়ির জিলিক বাতির বিদ্যুতস্পৃষ্টে হয়ে ইকরা (৬)নামের এক শিশু নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আট ঘটিকায় কুঞ্জশ্রীপুর নিহত চাচাতো বোনের বিয়ে বাড়িতে। নিহত শিশু উপজেলা আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের মাহাবুবল হকের মেয়ে। শুক্রবার রাত নয় ঘটিকায় সময় তথ্যটি নিশ্চিত করেন এস আই তারেক হোসেন।
পাশের বাড়ির আরিফ হোসেন জানান চাচাতো বোন মিরজানার আজ শুক্রবার বিয়ে উৎসব চলচিল। বিয়ের আয়োজনকে সুন্দর করতে বাড়িতে লাল নীল জিলিক বাতি বিদ্যুৎতে আলো জলমল করছিলো। এসয় জেটাতো বোন শিশু ইকরা জিলিক বাতি ধরে অন্য শিশুদেরকে নিয়ে খেলছিলেন। হঠাৎ বিদ্যুতস্পৃষ্টে হয়ে মাটিতে লুটিয়ে পরেন শিশু ইকরা। স্হানীয়া তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ফেনী সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসক জানান বিদ্যুতস্পৃষ্টে শিশুটি হাসপাতালে আনার পুবে মারা যায়।
চৌদ্দগ্রাম থানার এসআই তারেক হোসেন জানান বিদ্যুতস্পৃষ্টে নিহত শিশু মারা যাওয়ার ঘটনা পরিবার কোন অভিযোগ নাই। তাই বিনা ময়নাতদন্তের লাশ দাপন করবেন।