সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিএনপিসহ কয়েকটি দলের ‘জুলাই সনদে’ দ্বিমত আছে: সারজিস আলম সাত দফা দাবিতে কুড়িগ্রামে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ও মানববন্ধন কাঠালিয়ায় সেলিম রেজার পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ চৌদ্দগ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কাজী নাহিদের গণসংযোগ পুরোনো ভবনে মিললো জবি ছাত্রদল নেতার লাশ শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের ‘অদম্য মেধাবী সংবর্ধনা’ প্রদান জবি শিবিরের মোহনগঞ্জ পাইলট স্কুলের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মুন্সিগঞ্জে মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে উপহার বিতরণ জন্ম-মৃত্যু নিবন্ধনে আবারও সেরা বাউফল সাত দফা দাবিতে কুড়িগ্রামে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের জন্য উপাসনালয় উদ্বোধন শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি: নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরার উৎসবে শিকারিদের হতাশা উৎসবমুখর পরিবেশে কুয়েট ক্লাব-২০২৫ ফেয়ার সম্পন্ন কুবিতে বিএসএসসিআর’র সম্মেলন: ৫ দেশের ১৭০ গবেষকের অংশগ্রহণ জাবির শহীদ সালাম বরকত হলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ৯ বছর পর জমির দখলে প্রকৃত মালিক সীমান্তে ভারত থেকে ১১ অনুপ্রবেশকারী আটক

সাংবাদিক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের মানববন্ধন

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।

শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ ‘চির উন্নত মম শির’-এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, “যেখানে একজন সাংবাদিক নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে?” তারা সাংবাদিক হত্যার মতো বর্বর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মতো একটি ঘটনাপূর্ণ সময় পার করার পরও দেশে এ ধরনের অরাজকতা চলতে থাকাটা অত্যন্ত দুঃখজনক। বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ অবস্থার জবাবদিহি দাবি করেন।

তারা নিহত সাংবাদিক তুহিনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব মো. শওকত জাহান বলেন, “ দেশের গণমাধ্যমকে বলা হয় ৪র্থ স্তম্ভ, আপনারা দেখেন বিগত সময় থেকে এখন পর্যন্ত বার বার সাংবাদিকদের আঘাত, নির্যাতন করা হয়। কালকে আমার ভাই তুহিন মারা গেছে, কালকে হয়তো রাস্তায় আমি মারা যাবো, তারপরের দিন হয়তো আপনি মারা যাবেন। গণঅভ্যুত্থানের পরও এইযে একের পর এক হত্যা, খুনের ঘটনা ঘটছ, তাহলে কি রাষ্ট্র ব্যর্থ? আজকে সংবাদিক মারা যাচ্ছে, আগামীকাল সাধারণ মানুষ মারা যাবে। আমাদের ট্যাক্সের টাকায় আপনারা ক্ষমতায় বসে আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হলে আপনারা পদত্যাগ করুন।”

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতি বেগম বলেন, “ অতীতেও আমরা দেখেছি সাগর- রুনির হত্যাকাণ্ডের বিচারকান্ডের তদন্তের প্রতিবেদন ১১৯ বার পেছানো হয়েছে, কেনো পেছানো হলো এখনো আমরা জানিনা। তেরো বছর ধরে ২ টা খুনের বিচার হয়নি। দেশে একের পর এক সাংবাদিকদের উপর হামলা অসংখ্য সাধারণ মানুষ কে হত্যা, খুন, গুমের ঘটনা ঘটেই চলেছে কিন্তু কোনো বিচার হচ্ছেনা, আমরা জানি যে বিভিন্ন ধরনের আইন থাকলেও সাংবাদিকদের সুরক্ষার নিদিষ্ট করে কোনো আইন নেই, প্রসাশনের কাছে আমাদের দাবি থাকবে যেনো সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন করা হয় এবং সকল হত্যা, ঘুম, খুনের দ্রুত বিচার করা হয়। ”

উল্লেখ্য, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি সপরিবারে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩