আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ টি ছাত্রী হল সহ মোট ১৭ টি হলে ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আলাদা আলাদা ভাবে হলগুলোর কমিটি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায় ছাত্রী হলের মধ্যে নওয়াব ফয়জুন্নেসা হল, প্রীতিলতা হল, ১৩ নং ছাত্রী নং, ফজিলতুন্নেসা হল, রোকেয়া হল, বীর প্রতীক তারামন বিবি হল এবং ছাত্র হলের মধ্যে আল-বেরুনী হল, শহীদ সালাম বরকত হল, আ ফ ম কামাল উদ্দিন হল, মওলানা ভাসানী হল, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, ১০ নং ছাত্র হল, ২১ নং ছাত্র হল, শহীদ রফিক-জব্বার হল, শহীদ তাজউদ্দিন আহমেদ হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মোশাররফ হোসেন হলে কমিটি দেওয়া হয়েছে। এছাড়াও ব্যবসায় শিক্ষা অনুষদের কমিটিও গঠন করা হয়েছে।
ছাত্রীদের নওয়াব ফয়জুন্নেসা হলের সভাপতি হিসেবে রয়েছেন শাহানাজ পারভীন শানু, সাধারণ সম্পাদক পদে উম্মে হাবিবা বেলী হিসেবে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন জান্নাতুন নিসা মীম।
প্রীতিলতা হল সভাপতির দায়িত্ব পেয়েছেন হুমায়রা মারিওম হিমি এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন হ্যাপী আক্তার শিলা।
১৩ নং ছাত্রী হল সভাপতি হিসেবে রয়েছেন তানজিলা হোসেন বৈশাখী এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন নাশরাহ মারজুকা।
ফজিলাতুন্নেসা হল সভাপতির দায়িত্বে রয়েছেন দেবযানী ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সাবরিনা সুলতানা সুরভী।
রোকেয়া হল সভাপতির দায়িত্বে রয়েছেন কাজী মৌসুমী আফরোজ এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইফফাত জাহান ইসুমনি।
বীর প্রতীক তারামন বিবি হল সভাপতি পদে রয়েছেন তাইয়্যেবা রাজিয়া মুসকান, সিনিয়র সহ-সভাপতি পদে আবিদা হক মাধুর্য্য, সহ সভাপতি পদে আফরোজা আক্তার ইমা, সাধারণ সম্পাদক পদে শ্রাবন্তী মজুমদার সাথী, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে শায়লা সাবরিন নিঝুম, যুগ্ম সম্পাদক পদে নোসিন মোকাররমা তোরসা ও রিফাহ নানজীবা হিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া।
আল-বেরুনী হল সভাপতি সভাপতির পদ পেয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ-সভাপতি পদে সৈয়দ শাহ শাফায়েত, সাধারণ সম্পাদক পদে মিনহাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে অপূর্ব রায় প্রিন্স, যুগ্ম সম্পাদক পদে বিজয় সাহা ও সাজিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মাহদী আল জুলফা।
শহীদ সালাম বরকত হল সভাপতির পদ পেয়েছেন মোঃ সাইদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে আবু জাফর মুহাম্মদ মুহিবুল্লাহ, সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আলিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে কামরুল হাসান হিরণ এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মাহমুদুল হাসান রাকিব।
আ.ফ.ম কামাল উদ্দিন হল সভাপতি পদে রয়েছেন ফাহাদুর রহমান ভূঁইয়া শোভন, সিনিয়র সহ-সভাপতি পদে খায়রুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক পদে মোঃ রিফাত হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ জোনায়েদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মাহমুদ মোহাম্মদ।
মওলানা ভাসানী হল সভাপতি পদে রয়েছেন ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে আবু নাঈম, সাধারণ সম্পাদক পদে মোঃ জাবের, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে হিমেল বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রাজিব হোসাইন।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সভাপতির দায়িত্বে রয়েছেন হামিদুল্লাহ সালমান, সিনিয়র সহ-সভাপতি পদে আকাশ মিয়া, সাধারণ সম্পাদক পদে তানভীর হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক, পদে মোঃ মাহমুদুল হাসান ইমন (বাবু) এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আরাফাত খান।
১০ নং ছাত্র হলে সভাপতি পদ পেয়েছেন সাইফ বিন মাহবুব, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল রোমান, সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহমেদ সিয়াম, সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে জিহাদ ওমর, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ইমন মোল্লা।
২১ নং ছাত্র হল কমিটির সভাপতি পদে রয়েছেন সৌরভ মৃধা, সিনিয়র সহ-সভাপতি পদে আল মুবদি নাফি, সহ সভাপতি পদে সাইদুর রহমান সীমান্ত, সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহমেদ রিমন, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে ইমরান নাজিজ, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন খায়ের মাহমুদ।
শহীদ রফিক-জব্বার হল কমিটির সভাপতি হিসেবে রয়েছেন মোঃ জাহিদ খান, সিনিয়র সহ-সভাপতি পদে আবেশ আল মুবিন নাফি, সাধারণ সম্পাদক পদে গোলাম মাওলা নবীন, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে জীবেশ পান্ডে এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তানজিম হোসেন।
শহীদ তাজউদ্দিন আহমেদ হল কমিটিতে সভাপতি পদ পেয়েছেন ফিরোজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আবিদ হাসান, সাধারণ সম্পাদক পদে মোঃ হাসান মাহমুদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে তৌহিদুর রহমান শুভ এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ইরফান ইবনে আমিন পাটোয়ারী।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে সভাপতি হিসেবে আছেন মেহেদী হাসান ইমন, সিনিয়র সহ-সভাপতি পদে সাব্বির আহমেদ, সহ সভাপতি পদে এ এম রাফিদ উল্লাহ (রাফিদ),
সাধারণ সম্পাদক পদে আল ফিসা হজরত জিসান, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে খন্দকার মুতাহাম্মিদ মুয়ীন, যুগ্ম সম্পাদক পদে ইরতিজা আলম হাসিন ও দেবজীত নন্দী সৃজন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাকিব মাওলা।
মীর মশাররফ হোসেন হলে সভাপতি হিসেবে আছেন শেখ সাদী, সিনিয়র সহ-সভাপতি আরশাদ হাবিব বিশাল, সাধারণ সম্পাদক পদে সোহাগ আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে জি. এম. তাজমুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সাইফুল ইসলাম শিবলু।
ব্যবসায় শিক্ষা অনুষদের কমিটিতে সভাপতি হিসেবে পদায়িত হয়েছেন ইমাম হোসেন সজন এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন শাকিল সরকার।