শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:
সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা নিয়ে ষড়যন্ত্র ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে কুড়িগ্রাম জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার নিকট এ স্মারক লিপি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কুড়িগ্রাম সদর উপজেলার সভাপতি রওশন আরা বেগম, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আমানত উল্লাহ ফাহাদী, সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম ও উপদেষ্টা আব্দুল মতিন সহ সমিতির ৩৫ জন শিক্ষক (সদস্য)।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩