কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জুলাই স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে শহীদ নুর আলম স্পোর্টিং ক্লাব শহীদ রাজীব স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় টূর্ণামেন্টের আয়োজন করে জুলাই ঐক্য, কুড়িগ্রাম।
ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা। পুরস্কার বিতরণ করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, সদর থানার ওসি হাবিবুল্লাহ, জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন।