বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
বৃদ্ধাশ্রম শুধুমাত্র আশ্রয়ের জন্য নয়, এটি একটি নতুন পরিবারের মতো, যেখানে প্রতিটি প্রবীণ ভালোবাসা, যত্ন এবং মর্যাদা পান। যাঁদের আর কেউ নেই, সেই অবহেলিত মা-বাবাদের মুখে একটু হাসি ফোটাতে আল মুসাইদাহ ফাউন্ডেশনের নাম প্রকাশে অনিচ্ছুক রাউজান নোয়াপাড়ার তিনজন প্রবাসী শুভাকাঙ্ক্ষীর অর্থায়নে একটি ক্ষুদ্র প্রয়াস।
আজ ৬ আগস্ট (বুধবার) চট্টগ্রাম নগরীর অক্সিজেন শীতল ঝর্ণা আবাসিক এ অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে বেওয়ারিশ মা-বাবাদের জন্য একটি ওয়াশিং মেশিন উপহার দেওয়া হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন আল মুসাইদাহ ফাউন্ডেশন এর দায়িত্বশীল সদস্য বৃন্দ।
আল মুসাইদাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আবু হাসান বলেন; এটা শুধু একটি যন্ত্র নয়, আমাদের শ্রদ্ধা, দায়িত্ববোধ আর ভালোবাসার ছোট্ট নিদর্শন।যাতে তাঁদের দৈনন্দিন জীবনযাপন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয় আসুন, আমরা সবাই এগিয়ে আসি এমন সব মানুষদের পাশে দাঁড়াতে, যাঁদের দুনিয়ায় আর কেউ নেই।
উল্লেখ্য; মুসাইদাহ ফাউন্ডেশন ইতিমধ্যে সামাজিক ও মানবিক কাজে দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে বিশেষ অবদান রাখতেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩